
নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি যেখানে রেকর্ড এসে গড়াগড়ি খায় তার পায়ের কাছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, মাঠে নামলেই কোন না কোন রেকর্ড স্পর্শ করে ফেলছেন তিনি। রোববার রাতেও বিশ্ব সাক্ষী হল মেসির আরেকটি মাইলফলকের। লা লিগায় প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন।
মেসির অনন্য এই রেকর্ডের রাতে এইবারের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। আর একটি এসেছে মেসির পা থেকে।
ক্যাম্প ন্যুতে এদিন ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ফিলিপে কুতিনহোর বাড়ানো বল ডি-বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন উরুগুইয়ান এই স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধে ফিরে লা লিগায় নিজের ৪০০তম গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। লিগের চলতি আসরে এনিয়ে টানা পাঁচ ম্যাচে গোল পেয়েছেন আর্জেন্টাইন এই তারকা। এর ৬ মিনিট পর ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন সুয়ারেজ।
এই জয়ে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। এদিকে ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আথলেটিকো মাদ্রিদ।