
৩০ ডিসেম্বরের নির্বাচনকে ঘিরে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, তা তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। একইসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে দেশটি।
পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে প্রায় একঘণ্টা মন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ব্রিটিশ হাই কমিশনার।
বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি জানান, চলমান রাজনীতি, রোহিঙ্গা সংকট, তারেক রহমানকে ফিরিয়ে আনাসহ বিভিন্ন বিষয়েই আলোচনা হয়েছে।
পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত সব আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে।