
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বই উৎসবের উদ্বোধন করলেন নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি।
আজ ১ জানুয়ারী মঙ্গলবার ইংরেজী নববর্ষ ২০১৯ সালের প্রথম দিন উপজেলার মাঠেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের শুভ সুচনা করেন এমপি। এ সময় প্রতিষ্ঠান প্রধানসহ উপজেলা ও ইউনিয়নের মহাজোট নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন প্রতিষ্ঠানে বই বিতরণ করেন। এদিকে উপজেলার বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়, পুটিমারি উচ্চ বিদ্যালয়, বেকাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নজরুল প্রি-ক্যাডেট স্কুল, হাজী দবির উদ্দিন কেজি স্কুলসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উসৎব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।