
গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপের হাট নামকস্থানে ঢাকা রংপুর জাতীয় মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে জীবন গেল জাহানারা ওরফে খোতেজার(৭০)।
সাদুল্যাপুর উপজেলার ধাপের হাটের অলিতে গলিতে ভিক্ষা কর মসজিদের বারান্দায় ঘুমাও। মোরে কেউ ভাতা কার্ড দেয় না।সকল মান অভিমান ভুলে সত্যি চিরতরে ঘুমিয়ে পড়ল জাহানারা। ২৯ শে জানুয়ারী মঙ্গলবার রাত ৯ টা ৫০ মিনিটের সময় এ মহাসড়কে লালমনিরহাট হতে ছেড়ে আসা নবীন পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে প্রান দিতে হলো হতভাগী জাহানারা ওরফে খোতেজা(৭০) । ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, রাতে বৃদ্ধা জাহানারা জাতীয় মহাসড়ক এর পশ্চিম পার্শ্ব থেকে পূর্ব পার্শ্বে পার হচ্ছিলেন। এমন সময় লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে ছেড়ে আসা নবীন পরিবহন বৃদ্ধ জাহানারা কে ধাক্কা মেরে পিছনের চাকায় পিষ্ট করে দ্রুত গতিতে চলে যায়। পরে স্থানীয়রা জাতীয় মহাসড়ক থেকে জাহানার নিথর দেহ উদ্ধার করে। স্হানীয় জনগন ও ধাপের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসে আই বাবুল ইসলাম আহত জাহানারাকে নিয়ে একটি পিকআপে করে রংপুর জেলার পীরগন্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে নিহত জাহানারার লাশ হাসপাতাল থেকে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়ে যায়।