
গাইবান্ধার জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, সুস্থ দেহে সুস্থ মন ঠিক রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে মন ভালো থাকে, মন ভালো থাকলে লেখাপড়া ভালো হবে। লেখাপড়া ভালো করে তোমরা দেশেকে এগিয়ে নিয়ে যাবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা নিয়মিত করতে হবে। বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলবে এটা এক সময় স্বপ্নের মতো ছিল। সেই স্বপ্বকে বাস্তবে রুপদিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম এখন বিশ্বকাপে খেলে।খেলাধুলায় বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করেছে।
৩০ জানুয়ারি সকাল সাড়ে ৯ টায় গাইবান্ধা সরকারি শিশু পরিবার বালক এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থথিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতর এর উপ-পরিচালক এমদাদুল হক প্রমানিক, সরকারি শিশু পরিবার (বালক) উপ-তত্ত্বাবধায়ক মানিক চন্দ্র রায়, উপ-তত্ত্বাবধায়ক সরকারি শিশু পরিবার (বালিকা) তমিজুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান মল্লিক, প্রবেশন অফিসার নাসির উদ্দিন শাহ, হাসপাতাল সমাজসেবা অফিসার এনামুল হক।
শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।