
রংপুরের কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১৩।
গতকার বিকালে তাদের আটক করা হয়।
শনিবার সকালে র্যাব-১৩ এর সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা আহসান হাবীব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে রংপুর জেলার কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।