
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সরকার ভাঙতে চায় না বরং বিএনপি ভাঙার জন্য দলটির অন্তর্কোন্দলই যথেষ্ট।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসনে ‘সাসেক প্রকল্পের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল’ পর্যন্ত সড়কের নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে বিএনপির নেতারা ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন। তাদের মুখেই ভাঙনের সুর শোনা যাচ্ছে।’ তিনি বলেন, ‘তাদের সঙ্গে শত্রুতা করার জন্য বাইরের কোনো শত্রুর প্রয়োজন নেই।’