
সারা দেশের মতো গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পাঠ্যবই উৎসব উপলক্ষে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি ।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম আজহারুল ইসলাম, শহিদুল ইসলাম, এস.এম কামরুজ্জামান, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক স্বপ্না বেগম,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হোসেন কদ্দুছ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
অপরদিকে ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণের মধ্যদিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহাবুবুল ইসলাম, প্রধান শিক্ষক রওশন আরা বেগমসহ ম্যানেজিং কমিটির সদস্য ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।