
রংপুরের পীরগন্ঞ্জের ১৪নং চতরা ইউনিয়ের চকভেকা মৌজায় নদীতে অবৈধ্য ভাবে বালু উত্তোলনের কারনে, উপজেলা সহকারী কমিশনার ভুমি, সন্জয় কুমার মহন্ত, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃরবিউল ইসলাম সিদ্দিকী ও সংঙ্গী ফোর্স নিয়ে আজ বেলা ১২টা থেকে দুপুর ২ঃ৩০মিনিট পযর্ন্ত ভ্রাম্যমান আদালত গঠন করে বিশেষ অভিযানের মাধ্যমে অবৈধ্য ভাবে বালু উত্তোলনের দুটি শ্যালো মেশিন জব্দ ও প্লাস্টিকের পাইপগুলো কেটে গুড়িয়ে দিয়েছেন। এ সময় প্রশাসনের কর্মকর্তাগনকে স্থানীয় জনতা ব্যাপক সহায়তা ও সাধুবাদ জানান। জব্দকৃত মেশিন দুটি নিলামের মাধ্যমে সরকারী কোষাগাড়ে অর্থ জমা দেওয়া হবে হলে জানান ভ্রাম্যমান আদালত কর্মকর্তা। এ সময় মেশিনের মালিক বা বালু উত্তোলন কারী কাউকে পাওয়া যায় নি। গত বছর ৬ই আগষ্ট পল্লীটিভিতে ৩ মাস, ৫ দিন পর ঐ মৌজার বালু উত্তোলনের গর্ত থেকে শিশু সাইমের লাশ উত্তোলন খবর প্রচারিত হয়। এবং পল্লীটিভিসহ স্থানীয়,জাতীয় পত্রিকায় অবৈধ্য ভাবে বালুর উত্তোলনের সংবাদ ছবি প্রচারিত/ প্রকাশিত হওয়ায় নড়েচড়ে বসেছেন কর্মকর্তাগন। এরই অংশ হিসাবে উপজেলা বিভিন্ন বালু উত্তোলনের বন্ধে জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হচ্ছে বলে কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অবৈধ্য কার্যক্রম বন্ধের জন্য আমাদের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।।