
নাটোরের লালপুর উপজেলায় দিনদুপুরে গোপালপুর পৌরসভার কাউন্সিলর জামিরুল ইসলামকে (৩৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুর পৌনে ২টার দিকে লালপুরের বিরোপাড়ায় এ ঘটনা ঘটে।
তবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে তাকে হতা করা হয়ে থাকতে পারে।
নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।