
দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে ৫শ আসন বিশিষ্ট উপজেলা পরিষদ মিলনায়তনের নির্মান কাজ শুরু হতে না হতেই আবার বন্ধ।
সম্প্রতি স্থাপনের জায়গা থেকে পুরাতন ভবন অপসারনের কাজ শুরু হয়। ৬ কোটি টাকার আধুনিক অডিটোরিয়াম নির্মাণে।
এলজিইডি প্রকল্পের কাজটিতে নিযুক্ত প্রকৌশলী জিল্লুর রহমানের দায়িত্বে কাজটি সম্পন্ন করার দায়িত্ব পেয়েছেন প্রথম শ্যেনির ঠিকাদার এস এম শামীম।
৫শ আসন বিশিষ্ট মিলনায়তনটির দৈর্ঘ্য ১শ ৫৯ ফুট, প্রস্থ ৮২ ফুট এবং উচ্চতায় এটি ২৪ ফুট হবে।
যেখানে প্রশাসনিক, সামাজিক, সাংগঠনিক এবং রাজনৈতিক নানা অনুষ্ঠানে দেয়া ভাড়া থেকে উপজেলা প্রশাসন আয় করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে ২২ জানুয়ারী বিআরডিবির উর্ধতন কতৃপক্ষের আকশ্মিক চিঠিতে কাজটি বন্ধ রয়েছে বলে জানান ঐ প্রকৌশলী।
বৃহস্পতিবার (২৪জানুয়ারী) দৌলতপুর বিআরডিবি অফিসারের নিকট মিলনায়তনের কাজ বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিআরডিবির নিজস্ব জায়গাতে গোডাউন ছিল যাহা ইতিমধ্যে অপসারন করা হয়েছে কিন্তু এই গোডাউন অপসারনের বিষয়ে আমাদের অবগত করা হয়নাই। পরবর্তিতে অপসারনকৃত গোডাউনের রড, ইট দরজা শার্টার উপজেল্ াপ্রশাসন নিলামে বিক্রি করে দেয়।
তিনি আরো বলেন, যেহেতু বিআরডিবির জায়গা ও স্থাপনা রক্ষনাবেক্ষনের দায়ীত্ব আমাদের, সেখানে অন্য দপ্তর কিভাবে নিলাম করে এটি আমার বোধগম্য নয়। আমরা উর্ধতন কতৃপক্ষকে জানিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি, পরবর্তী অর্ডারে যে সিদ্ধান্ত আসবে সে মাফিক কাজ করা হবে।