
দৌলতপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপ নগর এলাকায় দিনের বেলায় তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার ০৭ জানুয়ারী বেলা ১টার সময় দৌলতপুর উপজেলার ফিলিপ নগর খাদেম দারোগার মোড় এলাকার ডাঃ মোঃ আমজাদ হোসেনের বাড়ীতে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
বাড়ীর মালিক প্রতিবেদককে জানান সকাল ১০টার সময় তার স্ত্রী ও ২ মেয়ে স্কুলে চলে গেলে সে নিজেও দোকানে চলে যায়। দুপুর ২টার সময় বাড়ীর মেইন গেট খুলে দেখেন তার ঘরের গ্রীলের তালা ভাঙ্গা, পরে ঘরে প্রবেশ করে দেখেন শোকেসের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। বিষয়টি বাড়ীর পাশের লোকদের জানানোর পরে শোকেসে থাকা নগদ ২৭০০০/= টাকা ও ১ ভরি স্বর্নের গহনা চুরি গেছে বলে জানান।
দিনে দুপুরে এমন চুরির ঘটনায় এলাকার মানুষ বিশ্ময় প্রকাশ করেছেন। এ ব্যাপারে দৌলতপুর থানায় জিডি করার প্রস্তুতি চলছে।