
শেষ চারে উঠার গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিবের ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুশফিকের চিটাগং। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে চিটাগং তোলে ১৭৪ রান। জবাবে, নির্ধারিত ওভারে ১৬৩ রান তুলে ইনিংস থেমে যায় ৯ উইকেট হারানো ঢাকার। এই জয়ে চিটাগংয়ের পয়েন্ট বেড়ে দাঁড়ালা ১৪, ঢাকা থমকে দাঁড়ালো ১০ পয়েন্ট নিয়ে। চিটাগংয়ের আরও একটি ম্যাচ আছে, ঢাকার আছে দুটি।
স্কোর:
চিটাগং ভাইকিংস: ১৭৪/৫ (২০)
মোহাম্মদ শেহজাদ ২১ (১৫)
ক্যামেরন ডেলপোর্ট ৭১ (৫৭)
ইয়াসির আলী ১৯ (২০)
মুশফিকুর রহিম ৪৩ (২৪)
দাসুন সানাকা ০ (১)
সিকান্দার রাজা ৬ (২)
মোসাদ্দেক হোসেন ১ (১)
অ্যান্ড্রু বির্চ ৪-০-৩৫-০
আন্দ্রে রাসেল ৪-০-৩৮-৩
সাকিব আল হাসান ৩-০-২৪-০
সুনিল নারিন ৪-০-২০-২
রুবেল হোসেন ৪-০-৪২-০
মাহমুদুল হাসান ১-০-৮-০
ঢাকা ডায়নামাইটস: ১৬৩/৯ (২০)
মিজানুর রহমান ১১ (১০)
সুনিল নারিন ০ (৩)
রনি তালুকদার ৬ (৩)
সাকিব আল হাসান ৫৩ (৪২)
নুরুল হাসান ৩৩ (২৩)
আন্দ্রে রাসেল ৩৯ (২৩)
শুভাগত হোম ৫ (৫)
আন্ড্রু বির্চ ৭* (৮)
মাহমুদুল হাসান ২ (৩)
রুবেল হোসেন ০ (০)
বোলার:
আবু জায়েদ ৪-০-২৫-৩
খালেদ আহমেদ ৪-০-৩৫-০
নাঈম হাসান ৪-০-৩৭-১
ক্যামেরন ডেলপোর্ট ৪-০-৩১-১
দাসুন সানাকা ৪-০-৩৪-২