
টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ ইয়াবা ব্যাবসায়ী মারা গেছেন। রবিবার রাতে টেকনাফের হোয়াইক্যং এর ঝিমনখালী এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
টেকনাফ থানার ওসি প্রদিপ কুমার দাশ জানিয়েছেন, রবিবার মধ্যরাতে ইয়াবা উদ্ধারের জন্য পুলিশ ঝিমনখালী এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ব্যাবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। উভয়পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গুলিবিনিময় হয়।