বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগীতায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে এ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন, প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আক্তারা বেগম রুপা, ওসি এ কে এম মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, সহ-সভাপতি কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সদ্য পদত্যাগকারী মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মাহমুদ হাসান মন্ডল মাসুদ, বিশিষ্ট ঠিকাদার আওয়ামীলীগ নেতা সৈয়দ তোফায়েল আহাম্মেদ এলিন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোর্কারম হোসেন রানা, সহকারী শিক্ষক তুষার, রেজাউল করিম, মাহাফুজা বেগমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।