৩০ জানুয়ারী বিকালে গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার গোবিম্দগঞ্জ থানাধীন ৭ নং তালুক কানুপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দেবত্তর রামনাথপুর এলাকা হইতে অভিযান চালিয়ে ৬ জন জুয়ারু ১। তারা মিয়া(৩২), পিতা- মৃত চান মিয়া, সাং-ধনদিয়া, ২। জুয়েল মিয়া(২৮), পিতা- মৃত সোলেইমান আলী, সাং-দেবত্তর রামনাথপুর, ৩। মানিক মিয়া(৩২), পিতা- সাহেব মিয়া, সাং- উত্তর ধর্মপুর, ৪। শুভাস চন্দ্র (৩২), পিতা- বাচ্চা চন্দ্র, সাং- বাজিনাপাড়া, ৫। আল আমিন(২৫), পিতা- বকুল মিয়া, সাং- দেবত্তর রামনাথপুর, ৬। মজিদুল ইসলাম(৫৫), পিতা- মৃত বদিউজ্জামান, সাং- দেবত্তর রামনাথপুর, ৭। নজরুল সরকার(৩৮), পিতা- মোঃ দুদু মিয়া, সাং-কমল নারায়নপুর, ৮। এরশাদুল হক(৩৭), পিতা- মৃত রহিম উদ্দিন, সাং-সুন্দাইল, কে জুয়া খেলারত অবস্থায় আটক করে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান, পরবর্তীতে আসামীদের কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে অর্থদন্ড প্রদান করেন।