
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নের একটি ডোবা থেকে থানা পুলিশ এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে।
আজ রবিবার সকালে স্থানীয় লোকজন মহিমাগঞ্জ-সোনাতলা রোডে জীবনগাড়ী ব্রীজের পাশে একটি ডোবায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
নিহত যুবক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ আমতলী গ্রামের আলতাফ আলী প্রামানিকের পুত্র সিএনজি চালক মোফাজ্জল হোসেন প্রামানিক (৪৫)।
নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় মোফাজ্জল হোসেন প্রামানিকের সিএনজি কয়েক অপরিচিত লোকজন কৌশলে ভাড়া নিয়ে উল্লেখিত স্থানে তাকে হত্যা করে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়।
থানা পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।