
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুই নারী সহ তিনমাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার ৫ বিকাল অনুমানিক সাড়ে ৪ টার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল হক এর নেতৃত্বে ১টি টিম গোবিন্দগঞ্জর থানাধীন ফুলপুকুরীয়া এলাকা হতে বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার বুজরুক সোকরা গ্রামের মৃত বিশ্বনাথের ছেলে আসামি ১। জয়দেব(৩২), বিমল চন্দ্রের স্ত্রী ২। সুচিত্রা রানী (৫৫),বিপুল চন্দ্রের মেয়ে ৩। সাধনা রানী(২৮) কে ৩৮৫ পিস ইয়াবাসহ আটক করে।
এখবর নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান,উদ্ধার কৃত ইয়াবার মুল্য লক্ষ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু হয়েছে।