
গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটির এক সভা আজ রোববার স্থানীয় কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আব্দুল মতিন সভাপতিত্বে
সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় গাইবান্ধা শহরের যানজট নিরসনে ইজিবাইক নিয়ন্ত্রন, বর্তমান বাসটার্মিনালটিকে বিসিক এলাকায় স্থানান্তর এবং মাদক ও চোরাচালান নিয়ন্ত্রনে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।