
গাইবান্ধা সদর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গতকাল ৩০ জানুয়ারী বুধবার রাতে গাইবান্ধা সদর জেল খানার সামনে আব্দুল মোতালেব শেখ (২৪) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির নিজ বাসায় হতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানের বস্তার ভিতর থেকে ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে, পরে কুখ্যাত মাদক ব্যবসায়ী কে আটক করে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোতালেব শেখ (২৪) গাইবান্ধা সদর উপজেলার খামার টেংগরজানী গ্রামের আব্দুল তালেব শেখের ছেলে।