
সেচ মটর পাম্প মালিক সমিতির এক কর্মীসভা আজ বৃহস্পতিবার ব্রীজ রোডস্থ কার্যালয়ে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান শাহীনের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পল্লী বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্পা মালিক সমিতির জেলা সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনাউর রহমান, আব্দুর রহিম, মাহাবুবর রহমান সুমন, দোল কুমার, আব্দুল হালিম, মাহবুব মিয়া, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর কাওছার, আলতাফ হোসেন, শাহাদত হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিল সংশোধেরন জন্য বার বার পিডিবি উদ্দ্যোগ নেয়া কথা বলেও আজও অনেক বিল সংশোধন হয়নি। দ্রুত বোর্ড সিদ্ধান্ত অনুযায়ি সমস্ত বিল সংশোধন করা, বন্ধ পাম্পের সংশোধনীতে অনেকের অতিরিক্ত বিল দেয়া হয়েছে তা বাতিল এবং যে সমস্ত বন্ধ পাম্পের এখনও সিদ্ধান্ত হয়নি তাদের সমস্ত বিল বাতিল করতে হবে। এছাড়া সমস্ত সেচ পাম্পের মিটার সংযোগ দেয়া, মিটার রিডিং ছাড়া কর্মকর্তারা অতিরিক্ত বিল করে গ্রাহক হয়রানী করছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং ওই সকল বিল দ্রুত সংশোধন করার দাবি জানান।
সেইসাথে সকল অবৈধ সংযোগ বন্ধ করতে হবে এবং পিডিবিকে দালাল মুক্ত করারও দাবি জানান।