
এসডিজি অর্জনের লক্ষ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আজ ৩১ জানুয়ারী সকালে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে “স্বপ্নের স্কুল গড়ি নিজেকে দিয়ে শুরু করি” স্লোগানে সাপ্তাহিক কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পৌরসভার মেয়র শাহ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় এবং সহকারী কমিশনার মো. রাকিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধার জেলা প্রশাসক মো. আব্দুল মতিন পরিস্কার পরিচ্ছন্নত, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সাপ্তাহিক কার্যক্রম বাস্তবায়নে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ জানান।
এছাড়া অনুষ্ঠানে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এহসানুল কবির, সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।