
গাইবান্ধায় ছাত্রদলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। আজ মঙ্গলবার পলাশবাড়ী উপজেলার সদরের গাইবান্ধা রোড তিন মাথায় ছাত্রদলে অস্থায়ী কার্যালয়ে গাইবান্ধা জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্রদলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক,সহ সভাপতি মিল্লাত সরকার মিলন,যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,পলাশবাড়ী থানা ছাত্রদলের সাবেক আহবায়ক ও থানা যুবদলের সিনিয়ার যুগ্ম-আহবায়ক মোত্তালিব সরকার বকুল প্রমুখ। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় জেলা ও বিভিন্ন উপজেলার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।