
গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলশীঘাট এলাকায় অবস্থিত এসএইচ ব্রিকস মালিকের কাছে আজ ২৩ জানুয়ারী বুধবার ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় ড্রাম দিয়ে তৈরি ইটভাটার অবৈধ চিমনি গুড়িয়ে দেওয়া হয়। ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটা মালিক সেকেন্দার আলীর কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বীর আমির হামজার নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়। সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বীর আমির হামজা মুঠোফোনে বলেন, ইটভাটার মালিক সেকেন্দার আলী লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট পোড়াচ্ছিলেন। তিনি অবৈধভাবে ড্রামের চিমনি ব্যবহার করায় ওই ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।