
জাতীয় পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১ জানুয়ারী মঙ্গলবার গাইবান্ধা জেলা জাতীয় পার্টি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শহরের ডিবি রোডে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান আবুর সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মহাজোট মনোনীত নবনির্বাচিত সদর আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি এমপি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাগীব হাসান চৌধুরী হাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউন্নবী রাজু ও আব্দুস সামাদ সরকার, সাংগঠনিক সম্পাদক একেএম নুরুন্নবী মিঠুল, আব্দুল কুদ্দুস চৌধুরী, রফিকুল ইসলাম তারা, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুল জলিল সরকার প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরে দলীয় কার্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে।