
‘ক্রীড়া সুস্থ্য দেহে, স্বচ্ছ মনের বিকাশ ঘটায়’ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় বার্ষিক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ ২৮ জানুয়ারী সোমবার সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি ও জাতীয় সংসদে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানী, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন, এ্যাথলেটিকস্ উপপরিষদের সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ আরও অনেকে।
দিনব্যাপি এ প্রতিযোগীতায় বিভিন্ন বয়সের ৪২ টি ইভেন্টের নিষ্পত্তি হয়। এ প্রতিযোগিতায় পুরুষ ও নারী মিলে সর্বমোট ৩৫০ জন এ্যাথলেট অংশগ্রহণ করে। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।