
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় একটি নির্দলীয় এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
আজ সোমবার লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট চরে জাতীয় নির্বাচনের দিন নিহত ইউনিয়ন বিএনপির পরিবার ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক তোজাম্মেল হকের মাজার জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জনগণ ভোটের অধিকার হারিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘যে ফলাফলের ওপর ভিত্তি করে সংসদ গঠন করা হচ্ছে সেটি সঠিক নয় এবং যে সরকার গঠিত হচ্ছে সেই সরকারও জনগণের প্রতিনিধিত্ব করেনা।’
নির্বাচনি সহিংসতায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গেল নির্বাচনে সহিংসতার সময় বিএনপি ও ঐক্যফ্রন্টের অনেক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ সময়, মির্জা ফখরুল নিহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা দেন।