
নীলফামারীর ডোমারে মোটরসাইকেলে করে ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন দুই যুবক। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে।
আটক চন্দন রায় (২৬) পশ্চিম বোড়াগাড়ী কাকতলী গ্রামের ধনো রায়ের ছেলে ও মো. রাশেদ (২১) একই এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে। বুধবার রাতে ডোমার থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ সময় চন্দন ও রাশেদ একটি পালসার মোটরসাইকেলযোগে এসে ছাগলটি নিয়ে পালাচ্ছিল। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করে আটক করে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
ডোমার থানার ওসি মোকসেদ আলী বলেন, ছাগল চুরির সময় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তদন্তসাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।