
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের হাব এলাকায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সেখানকার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ওই বাসটি ৪০ জনের বেশি যাত্রী নিয়ে করাচি থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পাঞ্জগুরে যাচ্ছিল।
সিনিয়র পুলিশ সুপার আগা রমজান আলি গণমাধ্যমে বলেন, হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়েছে। ওই পুলিশ কর্মকর্তা বলেন, অতিরিক্ত গতির যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। রমজান আলি বলেন, ওই সংঘর্ষে বাস ও তেল ট্যাংকারে আগুন ধরে যায়। তাই অধিকাংশ যাত্রীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।