
বই উৎসবে শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই পতিপাদ্যে গাইবান্ধা জেলার পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ শত শিক্ষার্থীদের মাঝে নতুন বছরে বই বিতরণ করার মধ্য দিয়ে বই উৎসবে বই বিরতণের উদ্বোধন করা হয়েছে।
আজ ১ জানুয়ারী মঙ্গলবার সকালে পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে প্রধান শিক্ষক সুশীল চন্দ্রের সভাপতিত্বে বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বই বিতরণ করেন বিদ্যালয়ের সভাপতি ও নির্বাহী অফিসার মেজবাউল হোসেন৷
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ সভাপতি আলহাজ্ব একে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, আলী রেজা মোস্তফা গোলাপ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব উদ্দিন,আব্দুল্যাহিস শাফি প্রমুখ। পরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও পিয়ারী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়,শিশু কানন স্কুল এন্ড কলেজসহ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
নতুন দিন নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।