
স্টাফ রিপোটার:
পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারি সকালে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল গনি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বর্তমান সাংসদ ডাঃ ইউনুস আলী সরকার এমপি। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সহ- সভাপতি একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছাইফুলার রহমান তোতা চৌধুরী, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, নেতা রেজেনুর রহমান ডিপটি, নির্মল মিত্র, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, শাহ আলম সরকার ও মোস্তাফিজার রহমান মোস্তা । অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত।
উল্লেখ: ৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) গত ৩০ ডিসেম্বর নির্বাচনী হাওয়া যখন তুঙ্গে সে সময় ঐক্যফ্রন্ট প্রার্থী মৃত্যুজনিত কারণে এক আসনে নির্বাচন স্থগিত হয়। পূনঃতফসিল অনুযায়ী আগামী ২৭ জানুয়ারী ২০১৯ইং এ নির্বাচন অনুষ্ঠিত হবে।