
“পুলিশকে সহায়তা করুণ-পুলিশের সেবা গ্রহণ করুণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, আওয়ামী লীগ নেতা ড. মাহবুব আলম ও থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও থানা পুলিশের সকল এসআই, এএসআই, কনস্টেবল, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ স্থানীয় রাজনৈতিক ও সুধীজন উপস্থিত ছিলেন। র্যালী চলাকালিন সময়ে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বলা হয়- মটর সাইকেল চালানো অবস্থায় হেলমেট পরিধান করুন, হেলমেট ছাড়া মটর সাইকেল চালককে জ্বালানী সরবরাহ থেকে বিরত থাকুন, বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না, একে অপরের সাথে পাল্লা দিয়ে গাড়ি চালাবেন না, গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরুত থাকুন, স্কুল-কলেজের সামনে ধীর গতিতে গাড়ী চালান, রাস্তা পারাপারের সময় সতর্ক থাকুন, রাস্তায় উল্টো পথে গাড়ী চালাবেন না, মাদক পরিহারন করুণ, নিজে বাঁচুন পরিবার ও সমাজকে বাঁচান, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা শান্তি ও উন্নয়নের শত্রু সমাজ থেকে এসব বিষ নির্মূল করুন, আপনার যে কোন অভিযোগ নিকটস্থ থানায় অথবা ৯৯৯ এ ফোন করে জানান, নিজেকে দূর্ণীতিমুক্ত রাখুন, সমাজকে দুর্নীতিমুক্ত রাখতে সচেতন হোন এবং দেশ ও দেশের মানুষকে ভালোবেসে একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখুন।