
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে মেরীরহাট স্কয়ার কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল মাঠে হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজনুর রহমান ময়নুল মাস্টারের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের এমপি ডাঃ ইউনুস আলী সরকার। তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়নের সুফল জনগণের দোড় গোড়ায় পৌছে গিয়েছে সাধারণ মানুষ এখন নৌকা মুখী হয়ে পড়ায় পরাজিত অপশক্তি আমাদের নামে নানা মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। অপশক্তিকে দাঁত ভাঙ্গা জবাব দিতে আবারো তিনি সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের এ আসনে নৌকা বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ও হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক বাবলু মিয়া প্রমুখ।
কর্মী সমাবেশে সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত।