
যথাযর্থ মর্যাদা এবং ব্যাপক ভাবে শ্রদ্ধা ও উৎসাহ নিয়ে কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালিত হয়।দিবসটি উপলক্ষে্য কর্মসূচির মধ্যে ছিল ২১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা, শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পন, বিজয় র্যালী, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, দোয়া মাহ্ফিল ও কূজ-কাওয়াজ প্রদর্শন।
উপজেলার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যাংক বীমা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন দিন ব্যাপী ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ মাঠে কূজ-কাওয়াজ প্রর্দশিত হয়। এতে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে তাদের ডিপ্লে প্রদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, উপজেলা আ’লীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, উপজেলা মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, রেজাউল আলম রেজা, ডি ডব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ। পরে বীর মুক্তিযোদ্ধার সংবর্ধনা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এদিকে উপজেলা বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, বেকটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, নজরুল প্রি-ক্যাডেট স্কুল, হাজী দবির উদ্দীন কিন্ডারগার্টেন ভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।