
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে মহাজোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী (কুড়াল) এমদাদুল হক নাদিম।
আজ বৃহস্পতিবার ইমামগঞ্জ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এসময় তারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খোকা, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম রানা ও অবসর প্রাপ্ত সৈনিক দুলা মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।
স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক নাদিম লিখিত বক্তব্যে বলেন মহাজোটের প্রার্থী (লাঙ্গল) প্রতীক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে বিজয়ী করতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এছাড়া আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে এ আসনে মহাজোট প্রার্থীকে বিজয়ী করতে তার নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।