
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত ও মহাজোট সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
আজ ১১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় ড. জেড আই চৌধুরী এগ্রিকালচার ট্রেনিং এন্ড রিসার্চ ইন্সটিটিউট হলরুমে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রশিদ সরকার প্রামানিক, যুগ্ম-আহবায়ক আহসান আজিজ মিন্টু সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবু নাসের মিরান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ফরহাদ মন্ডল প্রমূখ।
এসময় উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার ও সাধারণ সম্পাদক আঃ মান্নান মন্ডলসহ উপজেলার ১৫টি ইউনয়িন ও ১টি পৌরসভার ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশরত্ম শেখ হাসিনা ও জাপা চেয়ারম্যান এরশাদের হাতকে শক্তিশালী তথা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও এ আসনে লাঙ্গল প্রতীকের মহাজোট প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। সে লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। এসময় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দু’হাত তুলে লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।