
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীর্ষ প্রতিকের প্রার্থী মাজেদুর রহমান সরকারের ভাই আল- মামুন সরকার (৪৫)কে দেশীয় অন্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়,২৩ ডিসেম্বর রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এ অভিযান চালায়। এতে উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আল-মামুনকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের মৃত মমিন উদ্দীন সরকারের পুত্র ও ঐক্যফ্রন্ট (জামায়াত) মনোনীত প্রার্থী মাজেদুর রহমান সরকারের আপন ছোট ভাই।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আল- মামুনের বাড়িতে তল্লাশী চালানো হয়। এসময় ২টি ধারালো রামদা উদ্ধারসহ আসামী আল- মামুনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থারায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।