
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালনে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে দিবসটি পালনে আজ ৯ ডিসেম্বর রবিবার সকালে র্যালি শেষে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রাণীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোলেমান আলী। এসময় আরোও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞা, সুন্দরগঞ্জ মহিলা কলেজ উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, ডি.ডব্লিউ ডিগ্রী সরকারি কলেজের প্রভাষক কৃষ্ণা সরকার, সমাজ সেবক নুরে আলম মানিক, ছাদেকুল ইসলাম দুলাল, জয়িতা মমেনা খাতুন প্রমূখ। পরে জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে একটি র্যালি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে মিলিত হন।