
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের মহাজোট মনোনীত জাতীয় পার্টি দলীয় প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি প্রয়াত সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের কবর জিয়ারত করেছেন।
আজ ১৬ ডিসেম্বর রবিবার বিজয়ের দিনে উপজেলা আওয়ামীলীগ ও মহাজোটের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাস্টারপাড়াস্থ গ্রামে অবস্থিত এমপি লিটনের কবর জিয়ারত করেন মহাজোট মনোনীত প্রার্থী। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, বামনডাঙ্গা ইউনিয়ন জাপার সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তিসহ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীগণ। দোয়া পরিচালনা করেন উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন।
পরে মহাজোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রয়াত সাংসদ লিটনের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।