
সিইসিকে ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো এবং পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মির্জা আব্বাসের মনোনয়নপত্র সংক্রান্ত এক রিটের শুনানির পর আজ মঙ্গলবার এই নির্দেশে দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র জমা না নেওয়ার অভিযোগ উঠেছে।
২৮ নভেম্বর, বুধবার বিকেল সাড়ে ৪টায় সেগুন বাগিচার নির্বাচন অফিসে ঢাকা-৯ আসনে মনোনয়ন জমা দিতে পারেননি মির্জা আব্বাস।
বিষয়টি নিয়ে কথা বলতে ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
মির্জা আব্বাসের পক্ষে মনোনয়ন দাখিল করতে আসা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘আমরা সাড়ে ৪টার সময় অফিসে যাওয়ার পর নির্বাচন কমিশনের লোকজন বলে মনোনয়ন জমা নেওয়ার সময় শেষ হয়ে গেছে। কিন্তু আমরা জানি ইসির বিধান অনুযায়ী মনোনয়ন জমা দেওয়া শেষ সময় বিকেল ৫টা।’
পরে রিটার্নিং অফিসার বরাবর লেখা একটি আবেদন করা হয় মনোনয়ন জমা নেওয়ার জন্য। তাতে উল্লেখ করা, সময়ের আগে এলেও সিরিয়াল থাকার কারণে তাদের পর্যন্ত আসতে দেরি হয়। এজন্য ফিরিয়ে দেওয়া হয়।
মির্জা আব্বাসের আবেদন গ্রহণ না করার পরও ঘণ্টাখানেক অন্যান্যদের আবেদন জমা নেওয়া হয় বলে আবেদনে উল্লখ করেছেন আব্বাসের লোকজন।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী মনোনয়ন জমা দেওয়া শেষ সময় বিকেল ৫টা পর্যন্ত।