
নিরাপদ সড়ক চাই (নিসচা) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে নিসচা’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টার দিকে সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।নিরাপদ সড়ক চাই (নিসচা) সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহারিয়া খাঁন বিপ্লব, থানার ওসি (তদন্ত) এমরানুল কবির, বিআরডিপি’র চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক ভিপি আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, প্রভাষক বুলবুল আহমেদ খানঁ, নিসচা’র উপদেষ্টা সাদেকুল ইসলাম গোলাপ, মোস্তাফিজার রহমান ফারুক, সহ-সভাপতি মাসুদ মো. আনোয়ার হোসেন, এনায়েতুল মোস্তাফিজ রাসেল, সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, সহ-সাধারণ সম্পাদক একেএম জাহিদ হোসেন খাঁন, রোকনুজ্জামান মন্ডল, দপ্তর সম্পাদক রানু মিয়া, প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাগর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ রাজা, সদস্য শামীম সরদার, হাসেমী রাফসান জানি নিশাদ, শুভ কুমার, ডা. এমদাদুল হক সরকার খুশি, মুক্তার হোসেন, শফিকুর রহমান সোহেল ও আব্দুল হামিদ মিয়াসহ আরো অনেকে।