
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে ডাঃইউনুস আলী সরকার এমপির মতবিনিময় সভা ও নির্বাচনী গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর সোমবার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও মহাজোট মনোনীত প্রার্থী ডাঃ ইউনুস আলী সরকার এমপির সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মী ছাড়া ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিতি ছিলেন। সভায় নেতাকর্মীরা নৌকা বিজয়ের ধারা অব্যাহত রাখতে একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
আলোচনা সভা শেষে ডাঃইউনুস আলী সরকার এমপি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী গনসংযোগ করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।