
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে সাদুল্যাপুর উপজেলার ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ কর্মকর্তাদের দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার স্থানীয় বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে শুরু হয়। প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সেবাস্টিন রেমা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার রহিমা খাতুন, জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবর রহমান প্রমুখ।
কর্মশালার উদ্বোধনী দিনে ভোট গ্রহণ কর্মকর্তা ৭২ জন প্রিজাইডিং অফিসার ও ৪৪১ জন সহকারি প্রিজাইডিং অফিসারকে ভোট গ্রহণ পদ্ধতি এবং আইন শৃংখলা রা সংক্রান্ত বিষয়ে প্রশিণ দেয়া হয়। আজ মঙ্গলবার ৮৮২ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ কর্মসূচীতে অংশ নেবেন।