
শাই হোপের অনবদ্য সেঞ্চুরিতে ৪ উইকেটের জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা এনে ফেলল সফরকারী দল। অপরাজিত ১৪৬* রানের দুর্দান্ত ইনিংস উপহার দিলেন শাই হোপ। এটা তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চরি। আগামী ১৪ ডিসেম্বর শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শেষ ওয়ানডে হবে অঘোষিত ফাইনাল। ওই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজ।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে টস হেরে শুরুটা সাবধানে করে বাংলাদেশ। তবে দলীয় ১০ রানের মাথায় ক্যারিবীয় পেসার ওশেন থমাসের বল পায়ের গোড়ালিতে আঘাত লাগায় আহত হয়ে মাঠ ছাড়েন ওপেনার লিটন দাস।
আহত হবার পর ব্যাট করতে নেমে লিটন ফেরেন ৮ রানে। পরে সাকিবের ৬২ বলে ৬৫ রানের ইনিংসে ২৫৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ক্যারিবয়িরা। মিরাজের স্পিনে কাটা পড়েন ওপেনার হেমরাজ।
ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন শাই হোপ। ওপেনিংয়ে নেমে এই ব্যাটসম্যান মাশরাফির বলে ১ রান নিয়ে স্পর্শ করেন তিন অঙ্কের ঘর। ১১৮ বলে পূরণ করেন তিনি সেঞ্চুরি। এরপর ঠাণ্ডা মাথায় তিনিই এগিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরকে।