
মোঃ মোস্তফা মিয়া, মিঠাপুকুর রংপুরঃ
মেইন রাস্তা সংরগ্ন নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন হচ্ছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রহমতপুর গ্রামে। রহমতপুর বাজার সংলগ্ন নদী থেকে মেশিন বসিয়ে গভীর পাইপ দিয়ে বালু উত্তোলন করছে ওই গ্রামের লিটন মিয়া। লিটন মিয়ার বাড়িও রহমতপুর বালিকা বিদ্যালয়ের সাথে ই। রহমতপুর বালিকা বিদ্যালয়ের সাথে রাস্তার ওপাশে প্রায় এক বিঘা জমিতে ছয-সাত ফুট মাটি খনন করে সেখানে নদী থেকে বালু এনে ভর্তি করে পরে মহেন্দ্র ভর্তি করে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু বিক্রি করছে। যা সম্পূর্ণ ভ’-গর্ভের ক্ষতি। বালু উত্তোলন করার ফলে নদীর আশে পাশের জমি কিছুটা ভেঙ্গে আসা শুরু করছে। প্রতিদিন হাজার হাজার টাকা বালু বিক্রি করছে ব্যাবসায়ী লিটন মিয়া। বিষয়টি এখন পর্যন্ত কোন প্রশাসন বা ভ’মি কর্ম কর্তার নজরে পরেনি ।