
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দারুণ ব্যাট করছে বাংলাদেশ। এরই মধ্যে দেশের ক্রিকেটের নবম সর্বোচ্চ রান তুলে ফেলেছে বাংলাদেশ। অভিষেক হওয়া ওপেনার সাদমান এবং সাকিব দারুণ ইনিংস খেলেছেন।
কিন্তু দুই জনই সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন। ঠান্ডা মেজাজে ব্যাট করা সাদমান ইসলাম প্রথম দিন ৭৬ রান করে ফেরেন। দিন শেষে তিনি বলেন সেঞ্চুরি মিস করায় কোন আক্ষেপ নেই তার। কিন্তু ক্যারিয়ারের প্রথম ম্যাচেই অনেক ভক্ত বানিয়ে ফেলা সাদমান দর্শকদের মন একটু হলেও ভার করেছেন।
এরপর দ্বিতীয় দিনে সেঞ্চুরি হাত ছাড়া করেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম দিন তিনি ৫৫ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে খুব সাবলীলভাবে শুরু করেন। রান তুলতে থাকেন দ্রুত। কিন্তু ভুল শট খেলে তিনি ফেরেন ৮০ রানে। ইনজুরি কাটিয়ে ফেরা সাকিব সেঞ্চুরি মিস করে ভক্তদের আক্ষেপ আরও বাড়ান। এ নিয়ে টেস্টে পাঁচবার তিনি ৮০ রানের কোটায় আউট হলেন।
শেষ পর্যন্ত সাকিব-সাদমানের সেঞ্চুরির আক্ষেপ মেটালেন মাহমুদুল্লাহ। প্রথম দিন শেষে তিনি ৩১ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে সাকিব এবং লিটনের সঙ্গে দারুণ জুটি গড়েন তিনি। তারা আউট হয়ে ফিরলেও খেলে যান মাহমুদুল্লাহ। তাকে তাইজুল দারুণ সঙ্গ দেন। শেষ পর্যন্ত সেঞ্চুরি পূর্ণ হয় ডানহাতি এই ব্যাটসম্যানের। এই প্রতিবেদন খেলা পর্যন্ত ১১২ রান করে খেলছেন তিনি।
মাহমুদুল্লাহর এটি টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরি পান মাহমুদুল্লাহ। দ্বিতীয় সেঞ্চুরি করতে তার লেগে যায় আট বছর। চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে সেঞ্চুরি পান তিনি। আর তৃতীয় টেস্ট সেঞ্চুরি পেতে মাহমুদুল্লাহর অপেক্ষা করতে হলো মাত্র এক টেস্ট। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে এটি মাহমুদুল্লাহর ষষ্ঠ সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে তিনটি সেঞ্চুরি আছে তার। তিনটিই বৈশ্বিক আসরে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৭৭ রান। মাহমুদুল্লাহ রিয়াদ ১১২ রান এবং নাঈম হাসান ৫ রান নিয়ে ক্রিজে আছেন।