
বগুড়া-৩ আসনের (আদমদীঘি-দুপচাঁচিয়া) ন্যাশনালিষ্ট ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য (বিএনএফ) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের জিলানী কে আদমদীঘি থানা পুলিশ সোমবার রাতে পশ্চিম ঢাকা রোড নামক স্থানে থেকে গ্রেপ্তার করেছে। আব্দুল কাদের জিলানী আদমদীঘি উপজেলার সিংড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ছিল। সে দীর্ঘ দিন থেকে তিনি পলাতক ছিলেন। বিদেশে লোক পাঠানোর নামে প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাৎ এর দায়ে ২০০৫ সালে তাঁর বিরুদ্ধে নওগাঁ থানায় একটি মামলা দায়ের হয় । এই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে তিনি এলাকা ছেড়ে পলাতক থাকেন। তিনি এ আসন থেকে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
সান্তাহার ইউনিয়নে দমদমা গ্রামের বাসিন্দা আলম খান বলেন, তিনি তাঁর ছেলেকে বিদেশ পাঠানোর জন্য জিলানী কে প্রায় দুই লাখ টাকা দিয়েছেন। ওই টাকা নিয়ে জিলানী ছেলে কে বিদেশ পাঠাতে পারেন নি এবং টাকাও ফেরত দেননি। তিনি বলেন, জিলানী বিদেশ পাঠানোর নামে অনেকের নিকট থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন।
গ্রেফতারকৃত আব্দুল কাদের জিলানী কে থানা পুলিশ মঙ্গলবার বগুড়া আদালতে পাঠিয়েছে। অপরদিকে নাশকতা মামলায় সান্তাহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু (৫৭) কে গ্রেফতার করেন।