
গাইবান্ধা জেলার ফুলছড়িতে মৌলিক সাক্ষরতা প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে পরিচালনার লক্ষে ইউনিয়ন ভিত্তিক গণজমায়েত অনুষ্ঠিত হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় আত্ম উন্নয়ন সংস্থার সহযোগিতায় আজ সোমবার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে মৌলিক সাক্ষরতা প্রকল্পের কার্যক্রম যথাযথ ভাবে পরিচালনার লক্ষে ইউনিয়ন ভিত্তিক গণজমায়েত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়।
উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে গণজমায়েতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মেহেদী আক্তার, আত্ম উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান ফরহাদ হোসেন মন্ডল, মৌলিক সাক্ষরতা প্রকল্পের ফুলছড়ি উপজেলা প্রোগ্রাম অফিসার আহসান হাবিব, সমাজসেবক ডা. এম,এ মজিদ প্রধান, ইউপি সদস্য খাজা মিয়া প্রমুখ।
গণজমায়েতে বক্তারা ফুলছড়ি উপজেলায় শুরু হতে যাওয়া মৌলিক সাক্ষরতা প্রকল্পের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।