
আগামী ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে জেলায় ব্যাপক হারে কুকুরের মধ্যে টিকাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে এক অবহিতকরণ সভা আজ মঙ্গলবার গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রফিকুজ্জামানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম শামসুদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইলতুতমিশ আকন্দ পিন্টু, মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান, এমডিভি’র সুপারভাইজার কাওছার আহম্মেদ, আসমাউল ইকবাল মৃদুল, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ আলম যাদু, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া প্রমুখ। সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনায় বক্তারা বলেন, দেশ হতে জলাতঙ্ক রোগ নির্মূল করতে সরকার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে আর তারই অংশ হিসেবে ফুলছড়ি উপজেলায় আগামী ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত উপজেলার সব কয়েকটি ইউনিয়নের পাড়া-মহল্লার কুকুরগুলোকে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হবে।