
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাঠুর বিলের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক। আজ ২৬ ডিসেম্বর বুধবার উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকায় কাঠুর বিলের পুন:খনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নবাগত গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল আহম্মেদ, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, জেলা মৎস্য অফিসার আবু দাইয়ান, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার ইদ্রিশ আলী, বেলাল কনষ্ট্রাকশনের স্বত্তবাধিকারী ঠিকাদার শহিদুল ইসলাম প্রমুখ।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৬৪ জেলার অভ্যান্তরিন ছোট নদী, খাল ও জলাশয় পুন:খনন প্রকল্পের আওতায় ৪১ লক্ষ ৪৮ হাজার ৫১৮ টাকা ব্যয়ে কাঠুর বিলের ৪ কিলোমিটার এলাকা পুন:খনন কাজ করা হচ্ছে। ১ লক্ষ ৩০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান, কৃষি উৎপাদন বৃদ্ধি, জীব-বৈচিত্র সংরক্ষণ, জলাশয়গুলোর পানি নিস্কাশন ও ধারন ক্ষমতা বৃদ্ধি করণ, ভূগর্ভস্থ পানির সমৃদ্ধ করণ সহ মৎস্য চাষ উন্নয়নে এ প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে।